1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
গাজায় আগ্রাসন ‘নারীদের বিরুদ্ধেও একটি যুদ্ধ’ : জাতিসঙ্ঘ | ঢাকা আওয়ার
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

গাজায় আগ্রাসন ‘নারীদের বিরুদ্ধেও একটি যুদ্ধ’ : জাতিসঙ্ঘ

ঢাকা আওয়ার ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৮৫ সময় দর্শন

জাতিসঙ্ঘের নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন ওমেন বলেছে, ইসরাইল গাজায় যে হামলা চালিয়েছে সেটা ‘নারীদের বিরুদ্ধেও একটি যুদ্ধ’।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘের এই সংস্থাটি বলেছে যে- ইসরাইলি বাহিনী অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় আনুমানিক ৯ হাজার ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে। এভাবে যুদ্ধ চলতে থাকলে প্রতিদিন গড়ে ৬৩ জন নারী নিহত হবে বলে সংস্থাটি দাবি করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ইউএন উইমেন বলেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় নয়জন নারী পুরুষদের তুলনায় খাবার পাওয়া কঠিন বলে মনে করছেন এবং পাঁচজনের মধ্যে চারজন রিপোর্ট করেছেন যে- তাদের পরিবার যুদ্ধের আগে যে খাবার খেতেন তার অর্ধেক বা তার কম খান।

সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, গাজার যুদ্ধ যখন পাঁচ মাসের সীমার কাছাকাছি চলে আসছে তখন গাজার নারীরা এর বিধ্বংসী প্রভাবের সবচেয়ে বেশি শিকার হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। প্রায় পাঁচ মাস ধরে চলা এই হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আর তাদের মধ্যে সাড়ে ১২ হাজারই শিশু। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি।
সূত্র : আল-জাজিরা

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *