1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের সবচেয়ে উঁচু ২০টি পাহাড় | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের সবচেয়ে উঁচু ২০টি পাহাড়

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১৫ সময় দর্শন
বান্দরবানের আলিকদম উপজেলার পাহাড়ি এরাকা। ছবি: ঢাকা আওয়ার

বাংলাদেশের পহাড়ের উচ্চতা নিয়ে বিভিন্ন মত আছে। সরকারিভাবে সর্বোচ্চ উঁচু পাহাড়ের যে তালিকা দেওয়া হয়, তা মানতে নারাজ অনেক পাহাড় আরোহীরা। এছাড়া জিপিএস বিভিন্ন সময়ে পাহাড়ের আলাদা আলাদা রিডিং দেওয়ায় পাহাড়ের উচ্চতা নিয়ে পাহাড় আরোহীদের মধ্যে ভিন্ন মত আছে। খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স -এর এডমিন ফাহাদ বাইজিদ হিমু দেশের সর্বোচ্চ উঁচু ২০টি পাহাড়ের একটি তালিকা প্রকাশ করেছেন। তার মতে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হলো ‘সাকাহাফং’। তার দেওয়া দেশের সবচেয়ে উচুঁ ২০টি চূড়া হলো-

১. সাকাহাফং ৩৪৭৭ ফুট।
২. জৌতলাং ৩৩২৫ ফুট।
৩. দুমলং ৩৩১৭ ফুট।
৪. যোগীহাফং ৩২৯৭ ফুট।
৫. কেওক্রাডং ৩২৩৪ ফুট।
৬. মাইথাইজামা হাফং ৩১৭৪ ফুট।
৭. মুখ্রাথুতাই হাফং ৩১৬৫ ফুট।
৮. থিংদলতেত্ল্যাং ৩১৪৯ ফুট।
৯. হাজ্রাহাফং ৩১৩৩ ফুট।
১০. কপিতাল ৩১২০ ফুট।
১১. আহ্লা পা তং ৩১০৩ ফুট।
১২. ক্রেকুইতং ৩০৯৩ ফুট।
১৩. সাদরা হাফং ৩০৮৩ ফুট।
১৪. লাকুডং ৩০৭৭ ফুট।
১৫. তং মে ৩০৭৪ ফুট।
১৬. তওবা হাফং ৩০৫৭ ফুট।
১৭. লাইস্রা হাফং ৩০২৮ ফুট।
১৮. সিপ্পি আরসুয়াং ৩০০৫ ফুট।
১৯. ঙাসাইহুং ৩০০৫ ফুট।
২০. আয়ানত্ল্যাং ৩০০৫ ফুট।

তার দেওয়া তালিকার সঙ্গে দেশের পাহাড় আরোহীদের অনেকেই একমত। তবে ভিন্ন মত যে নেই, তা না। এদিকে সরকারিভাবে উঁচু পাহাড়ের যে তালিকা দেওয়া হয় এমন ১৪টি পাহাড় হলো-

১. তাজিংডং ৪১৯৮ ফুট (১২৮০ মিটার)।
২. সাকা হাফং ৩৪৬৫ ফুট (১০৫৬ মিটার)।
৩. জো তল্যাং/মোদক মুয়াল ৩৩৩৫ ফুট (১০১৭ মিটার)।
৪. দুমলং ৩৩১৪ ফুট (১০১০ মিটার)।
৫. জোগি হাফং ৩২৫১ ফুট (৯৯১ মিটার)।
৬. কেওক্রাডং ৩২৩৫ ফুট (৯৮৬ মিটার)।
৭. মাইথাই জামা হাফং ৩১৭৪ ফুট (৯৬৭ মিটার)।
৮. থিংদৌল তে ত্ল্যাং ৩১৪৯ ফুট (৯৬০ মিটার)।
৯. মুখ্রা থুথাই হাফং ৩১২৯ ফুট (৯৫৪ মিটার)।
১০. কপিতাল ৩০৯৪ ফুট (৯৪৩ মিটার)।
১১. ক্রেইকুং তং/ন্যারা্ম্ ত্ল্যাং ৩০৮৩ ফুট (৯৪০ মিটার)।
১২. রাং ট্লাং।
১৩. নাসাই হুম ৩০০৫ ফুট।
১৪. আইয়াং ত্লং ৩২৯৮ ফুট (১০০৫ মিটার)।

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *