1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
ইতালিতে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাব | ঢাকা আওয়ার
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

ইতালিতে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাব

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ সময় দর্শন

শিক্ষা ও শিল্পাঞ্চল হিসেবে বিখ্যাত ইতালির বলোনিয়া শহর। নব্বইয়ের দশক থেকেই শহরটিতে বাংলাদেশিদের বসবাস। বর্তমানে শহরটিতে প্রায় বিশ হাজার বাংলাদেশির বসবাস। ইতালির এই বৃহত্তম শহরটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক করার প্রস্তাব করেছে প্রবাসী বাংলাদেশিরা। এরইমধ্যে বঙ্গবন্ধুর নামে সড়কের প্রস্তাবনাটি গ্রহণ করেছে কোয়ারতেয়েরির প্রেসিডেন্ট।

দীর্ঘদিন ধরে বলোনিয়ায় বাস করেন প্রবাসী বাংলাদেশি সাত্তার রাজু (৪৫)। যিনি শহরটির একটি সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার জন্য প্রস্তাব করেছেন। তিনিসহ ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সোচ্চার বঙ্গবন্ধুর নামাঙ্কিত সড়কটি বাস্তবায়নে।

সাত্তার রাজু বলেন, ‘বলোনিয়ায় বঙ্গবন্ধুর নামে সড়কটির আবেদনপত্র কোয়ারতেয়েরির প্রেসিডেন্ট আডরিয়ানা লোকাসোর অফিসে জমা দিয়েছি। বর্তমানে সড়কটির নামকরণের শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষের কিছু মানুষ বিরোধিতা করার কারণে আপাতত থেমে আছে বঙ্গবন্ধুর নামাঙ্কিত সড়কের বাস্তবায়ন।’

তিনি আরও বলেন, ‘সড়কটি বঙ্গবন্ধুর নামকরণ করার জন্য আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এই সড়কটি বঙ্গবন্ধুর নামে হলে ইতালিতে বসবাসরত নতুন বাংলাদেশি প্রজন্ম ও ইতালির নাগরিকরা বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে পারবেন।’

বলোনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদের গৌরবজ্জ্বল জাতিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন। মানবতার জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু, সে কারণে সারা বিশ্বেই বঙ্গবন্ধুর ভক্ত আছে।’

উল্লেখ্য, ভারত, তুরস্ক, ফিলিস্তিন, মরিশাস, যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, রোমানিয়ায় বঙ্গবন্ধুর নামে সড়ক রয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর নামে একাধিক সড়ক, সরণি, ওয়ে, লেন ও স্ট্রিট করা হয়েছে।

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *