1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
কানাডায় গাড়ি দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত | ঢাকা আওয়ার
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

কানাডায় গাড়ি দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪ সময় দর্শন

কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডান্ডেস স্ট্রিট পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

এক টুইট বার্তায় অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এসে টরন্টোতে বসবাস করছিলেন।

ওপিপি আরও জানায়, দুর্ঘটনায় দুজন ২০ বছর বয়সী তরুণ-তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। ২১ বছর বয়সী চালক গুরুতর আহত হয়েছেন। তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

টরন্টো পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়। গাড়িটি উল্টে আগুন ধরে গিয়েছিল।

টরন্টো ফায়ার সার্ভিসে জানায়, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দমকলকর্মীরা।

হাসপাতালের চিকিৎসকরা জানান, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজনকে হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তৃতীয় একজনের মৃত্যু হয়েছে বলে জানায় ওপিপি।

পুলিশ জানায়, সড়কটি আবারও গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে, তদন্ত অব্যাহত থাকবে।

সূত্র : সিবিসি

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *