1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেলেন আবুল কালাম আজাদ | ঢাকা আওয়ার
রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেলেন আবুল কালাম আজাদ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৮ সময় দর্শন

জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পুরস্কার “অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড এবং সিলভার স্টার” পদক পেয়েছেন ‘গ্লোবাল কমিশন অন বায়োডাইভারসিটি (জিসিবি) কমিশনার আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১০ মে) জাপানের ইম্পেরিয়াল প্যালেসে দেশটির সম্রাটের সম্মানে এই পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বিশ্বের মেধাবী ও প্রতিভাধর ব্যক্তিদের তাদের কাজের স্বীকৃতি জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

জাপান-বাংলাদেশ বন্ধুত্বে আবুল কালাম আজাদ বিশেষ অবদান রাখায়- তাকে স্বীকৃতিস্বরূপ জাপান সরকার এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়। জিসিবি কমিশনার আবুল কালাম আজাদ ২০১০ সালে বিদ্যুৎ সচিব থাকাকালীন জেআইসিএ এর বিশেষ সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সেক্টরে মাস্টার প্ল্যান প্রণয়ন করেন।

এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাপান-বাংলাদেশ পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি)-এ জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিবের সাথে সহ-সভাপতিত্ব করেন। সেসময়ে টোকিও ও ঢাকায় অনুষ্ঠিত একাধিক বৈঠকে বাংলাদেশ ও জাপানের পিপিইডির সরকারি ও বেসরকারি কর্মকর্তারা যোগ দেন। তার নেতৃত্বের কারণে, পিপিইডি সরকারী ও বেসরকারী বিনিয়োগ বাড়ায় এবং জাপান বাংলাদেশকে বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনাব আজাদকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সির বিশেষ দূত হিসেবে মনোনয়ন দেন । বর্তমানে তিনি চহিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *