1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
ম্যাসেঞ্জার অ্যাপ ছাড়াই ইনবক্স ব্যবহারের দুয়ার খুলছে ফেসবুক | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন

ম্যাসেঞ্জার অ্যাপ ছাড়াই ইনবক্স ব্যবহারের দুয়ার খুলছে ফেসবুক

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮৩ সময় দর্শন

মেসেজ বা ক্ষুদে বার্তা পাঠানোর জন্য মোবাইলে ব্যবহারের উপযোগী ফেসবুক অ্যাপের যে নিজস্ব মেসেজ ইনবক্স ছিল, ২০১৪ সালে তা বাতিল করে ফেসবুক কর্তৃপক্ষ। মেসেজ ইনবক্সের জায়গায় যুক্ত করে দেওয়া হয় ম্যাসেঞ্জার নামের একটি অ্যাপ।

৯ বছর পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার এক ব্লগপোস্টে কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপে ফের মেসেজ ইনবক্স চালু করা হচ্ছে।

‘ফেসবুক অ্যাপের মাধ্যমে ম্যাসেঞ্জার ইনবক্সে ব্যবহারকারী ঠিকমতো অ্যাক্সেস পান কিনা, সেজন্যই আমরা (ফেসবুকের নিজস্ব মেসেজ ইনবক্স বাতিলের) সিদ্ধান্তটি নিয়েছিলাম। এখন আমরা এই পরীক্ষাকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে চাচ্ছি,’ বলা হয়েছে ফেসবুক কোম্পানির সাম্প্রতিক এক ব্লগপোস্টে।

২০১৪ সালে যখন অ্যাপ থেকে ফেসবুকের নিজস্ব মেসেজ ইনবক্স মুছে দিল কোম্পানি কর্তৃপক্ষ, তখন থেকেই তা ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষের নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে গ্রাহকদের সেই দাবির প্রতিফলন ঘটেছে কিনা— সে সম্পর্কে কিছু বলা হয়নি কোম্পানির ব্লগপোস্টে।

তবে আশা করা হচ্ছে, নতুন এই সিদ্ধান্তে আর পরিবর্তন আনবে না কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *