1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
সূরা ফাতিহার পরিচয়, অর্থ ও কিছু কথা | ঢাকা আওয়ার
শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

সূরা ফাতিহার পরিচয়, অর্থ ও কিছু কথা

ঢাকা আওয়ার ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৩০১ সময় দর্শন

সূরা আল ফাতিহা (আরবি: سورة الفاتحة‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনে বর্ণিত প্রথম সূরা। সূরা আল ফাতিহা’র আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। সূরাটিতে মোট ২৫টি শব্দ আছে, বর্ণ আছে ১১৩টি। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে এটিকে মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ। এই সূরাটিই মক্কায় অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সূরা। বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে সূরাটিকে উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সূরা আল হামদ্‌ নামেও ডাকা হয়। হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রারম্ভিক বছরগুলোয় এই সূরাটি নাজিল হয়।

‘ফাতিহা’ শব্দটি আরবি ‌‘ফাতহুন’ শব্দজাত যার অর্থ ‘উন্মুক্তকরণ’। এটি আল্লাহ্ এর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ দিয়ে শুরু হয়েছে।

সূরা ফাতিহার বাংলা অনুবাদ:

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন
সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

الرَّحْمَنِ الرَّحِيمِ
আর রাহমানির রাহিম
যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّينِ
মালিকি ইয়াওমিদ্দিন
যিনি বিচার অধিকর্তা (মালিক)।

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
ই্‌য়াকানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ
ইহ দিনাস সিরাতাল মুস্তাকীম
আমাদেরকে সরল পথ দেখাও।

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ
সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ।

غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلا الضَّالِّينَ َ
গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন
সেইসব লোকের পথে নয় যারা তোমার অভিশাপগ্রস্ত এবং [তাদের পথেও] নয় যারা পথভ্রষ্ট।

নামকরণ:

সূরা আল ফাতিহা’র বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ‘ফাতিহা’ বলা হয়। ‘ফাতিহা’ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।

নাযিল হওয়ার সময়-কাল:

‘সূরা আল ফাতিহা’ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায়, এটিই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে বিচ্ছিন্ন কিছু আয়াত নাযিল হয়েছিল। সেগুলো সূরা ‘আলাক্ব’, ‘মুয্‌যাম্‌মিল’ ও ‘মুদ্‌দাস্‌সির’ ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *