1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
আবুধাবিতে কারখানায় আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু | ঢাকা আওয়ার
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

আবুধাবিতে কারখানায় আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৭৮ সময় দর্শন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আসবাবপত্রের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩০ মে) সকাল আনুমানিক সাতটার দিকে আমিরাতের শারজাহ শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির পলতি তারাবাড়ীয়া গ্রামের আবু তাহের পাটোয়ারী বাড়ির মো. ইউসুফ (৪৩), একই এলাকার বড়বাড়ির তারেক হোসেন বাদল (৪০) ও পলতি হারিছ মিয়ার বাড়ির মো. রাসেল (৩০)।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ও নিহত আসবাবপত্রের দোকান ব্যবসায়ীর বড় ভাই ডা. মো. রসুল মঙ্গলবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

আমিরাতে অবস্থানরত নিহত ব্যক্তিদের স্বজনেরা দূতাবাসের মাধ্যমে লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন মঙ্গলবার রাতে বলেন, নিহত ব্যবসায়ী মো. ইউছুফ ২৫ বছর ধরে আবুধাবিতে আছেন। তিনি শারজাহ শহরে একটি আসবাবপত্র তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি ভেতরে ঘুমিয়ে যান। সঙ্গে ছিলেন কর্মচারী রাসেল ও বেড়াতে যাওয়া তারেক। দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগলে তিনজন ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *